রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Send Mohammad Shami in Australia and gets result, says Childhood coach Badruddin Siddique

খেলা | 'সামিকে পাঠাও, ভারতকে বাঁচাও', ডনের দেশে সাফল্য পেতে নির্বাচকদের বার্তা বঙ্গপেসারের কোচের

KM | ১৯ নভেম্বর ২০২৪ ১৪ : ০৮Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: সামিকে অস্ট্রেলিয়া পাঠাও, ভারতকে বাঁচাও। বঙ্গপেসারের কোচ বদরুদ্দিন সিদ্দিকি এই বার্তাই দিলেন। ভারতের নির্বাচকদের কানে কি পৌঁছল সামির কোচের এহেন বার্তা? 

রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রত্যাবর্তন ঘটে সামির। ৪৩.২ ওভার হাত ঘুরিয়ে এই পেসার সাতটি উইকেট তুলে নেন। কোথাও মনে হয়নি সামি একবছর মাঠের বাইরে ছিলেন। বদরুদ্দিন বলছেন, ''সামিকে দেখে কোনও সময়ের জন্যই মনে হয়নি, ও একবছর ক্রিকেট থেকে দূরে ছিল। সামি নিজে খুব সৎ। যতক্ষণ ও খেলার মতো ফিট হয়নি, ততক্ষণ দলে ঢোকার চেষ্টাও করেনি। হয়তো আগেও দলে ঢুকতে পারত। কিন্তু সামি সেটা করতে চায়নি। তিলে তিলে ও নিজের সুনাম গড়ে তুলেছে।  বড় বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এমন কিছু সামি করবে না, যার জন্য ওর ভাবমূর্তি নষ্ট হবে। বড় বোলারকে সব জায়গায় নিজেকে প্রমাণ করতে হয়।'' 

অস্ট্রেলিয়ার মাটিতে বড় পরীক্ষা টিম ইন্ডিয়ার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে চারটিতেই জিততে হবে। ড্র করতে হবে একটি টেস্ট। নিঃসন্দেহে কঠিন কাজ। স্যর ডনের দেশে বদরুদ্দিন চাইছেন তাঁর শিষ্যকে। বলছেন, ''সামিকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া খুব দরকার। ওখানকার উইকেটের জন্য অভিজ্ঞ বোলারেরও খুব প্রয়োজন। অস্ট্রেলিয়ার পিচে বাউন্স রয়েছে, পিচে ঘাসও হয়তো থাকবে। অভিজ্ঞতার দাম রয়েছে। অভিজ্ঞ বোলার জানে কোথায় বল ফেললে উইকেট তুলে নিতে পারবে, কোথায় বল করলে ব্যাটসম্যানকে সমস্যায় ফেলবে। সামির অভিজ্ঞতা কাজে লাগবে।''

সামি কি আদৌ বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলবেন? পাঁচ টেস্টের সিরিজ শুরুর আগে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। সোমবার সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির যে দল ঘোষণা করা হয়েছে, তাতে রয়েছে সামির নাম। ২৩ নভেম্বর থেকে শুরু টুর্নামেন্ট। প্রথম দিনই পাঞ্জাবের বিরুদ্ধে নামবে বাংলা। ফলে এটা নিশ্চিত প্রথম টেস্টে সামিকে পাওয়া যাচ্ছে না। 

বোর্ডের মেডিক্যাল দল এবং নির্বাচকরা চাইছেন, আরও কয়েকটা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলুক তারকা পেসার। শুধুমাত্র একটি রঞ্জি ট্রফির ম্যাচের ভিত্তিতে সামিকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিতে চাইছে না বোর্ডের নির্বাচক মণ্ডলী। কিন্তু তাতে দেরি হয়ে যাবে না তো? বদরুদ্দিন বলছেন, ''একটা-দুটো ম্যাচ হয়ে যাওয়ার পরে সামিকে পাঠালে অনেক দেরি হয়ে যাবে। 
চার ম্যাচ জিতলে তবেই তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আমরা পৌঁছতে পারব। ফলে আমাদের দলে অভিজ্ঞ বোলারের দরকার। বুমরাহ তো রয়েইছে। সিরাজও রয়েছে। কিন্তু ওদের সঙ্গে সামিকেও দরকার।  তিন বোলার একসঙ্গে খেললে ভারতের কাজটা সহজ হয়ে যাবে। সামির মতো অভিজ্ঞ বোলার নতুন বলেও উইকেট নিতে জানে, পুরনো বলেও উইকেট নিতে পারবে। ফলে অধিনায়কের হাতে বিকল্প বাড়বে।'' 

ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের খবর, মুস্তাক আলির পারফরম্যান্সের ওপরই নির্ভর করবে তারকা পেসারের অস্ট্রেলিয়া সফরের ভাগ্য। এটাই বোধগম্য হচ্ছে না বদরুদ্দিনের। পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ফাইনালের পরে রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেললেন সামি। একটু ভোঁতা হয়নি তাঁর ইনসুইং, আউটসুইং। বদরুদ্দিন বলছেন, ''দেশের মাটিতে বহু বোলার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। কিন্তু বিদেশের মাটিতে দরকার অভিজ্ঞতার। বুমরাহ-সামির মতো বোলার খেললে, ওদের থেকেও বাকিরা শিখতে পারবে। পরবর্তীকালে যা কাজে লাগবে।''  

শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। পারথের প্রাণবন্ত পিচ অপেক্ষা করে রয়েছে বিরাট কোহলিদের জন্য। তার পর আরও পরীক্ষায় বসতে হবে ভারতকে। অস্ট্রেলিয়া সিরিজের উপরে নির্ভর করছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ভাগ্য। গৌতম গম্ভীরের ভবিষ্যৎও তো ঝুলছে ট্র্যাপিজের দড়িতে। এই পরিস্থিতিতে বুমরাহ-সিরাজের সঙ্গে সামিকে জুড়ে দিলে ভারতীয় ক্রিকেটের 'থ্রি মাস্কেটিয়ার্স' অজি-ভূমি আগুন জ্বালাতে পারবেন বল হাতে। বদরুদ্দিনের আশঙ্কা একটাই সামিকে নিয়ে বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে যেন দেরি না হয়ে যায়! স্যর ডনের দেশে ভারতকে বাঁচাতে হলে সামিকে দ্রুততার সঙ্গে অস্ট্রেলিয়া যাওয়ার বিমানে ওঠাতেই হবে। শুভ কাজে বিলম্ব কেন! 


MohamamadShamiBorderGavaskarTrophyIndiavsAustraliaIndvsAus

নানান খবর

নানান খবর

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

স্টার্ক নন, ভাল আবেশ খান হয়েই থাকতে চান, ম্যাচ জিতিয়ে স্বীকারোক্তি লখনউয়ের তারকা বোলারের

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

সোশ্যাল মিডিয়া